নির্বাচন একতরফা ভাবে করে আবারও ক্ষমতায় থাকার জন্য ইতিমধ্যে সব ধরনের আয়োজন সম্পর্ন করেছে আওয়ামীলীগ সরকার।তারা আবারও বিএনপিকে নির্বাচনের মাঠের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেওয়ার পরিকল্পনা সেরে ফেলেছে।যদি ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে সুষ্ঠু ও অংগ্রহনমূলক হবে কিন্তু মাঠের তার কোনো নমুনা দেখা যাচ্ছে না।অথচ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় লড়াই করে যাচ্ছি। বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
১৯৯০ সালের ডিসেম্বর। আমি আহত শরীর নিয়ে ভাঙা হাত পা নিয়ে হাসপাতাল থেকে পালিয়েছি। এই শরীর নিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি নানা জায়গায়। এদিকে আমার নামে খু/নের মামলা। জিয়াবুল হ/ত্যা মামলার আমি এক নাম্বার আসামী। আমাদেরই কর্মী গুলি করে মারলো পুলিশ আর আমি মামলার আসামী। প্রত্যেকদিন ভাবি কী হবে? আদৌ এরশাদ কি যাবে? আমার লেখাপড়ার কী হবে। ডাক্তার কি হতে পারবো না? আমার পা কি সারবে? আমি আবার হাটতে কি পারবো?
গান মনে আসতো, বৈশাখেরই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পাল আরো ছিড়ে যায়…
মেডিক্যাল কলেজের প্রায় পাচ ছয় হাজার ছাত্রের মধ্যে আমি একা এই অসহনীয় বীভৎস ঘটনার মধ্যে পড়লাম। রাজনৈতিক লড়াই এমনই। পাচ ছয় হাজারের মধ্যে একজন লড়াই করে হাইয়েস্ট লেভেলে। অন্য সবাই করে লড়াই, কিন্তু হাইয়েস্ট লেভেলে না।।
তারপর আসলো সেই মাহেন্দ্রক্ষণ, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ঐ ভোরের পাখি গায়…
আজকের তরুণদের মধ্যে যারা জানবাজি করে লড়াই করছে, তাদের মধ্যে আমি আমার তারুণ্যকে দেখি।
মনে রাখবেন, লড়াই আর সংগ্রামটাই শুধু সত্য। বিজয় খোদাতায়ালার নিয়ামত। উনার দয়া হলে আমাদের বিজয়ী হওয়ার তৌফিক দিবেন যদি আমরা ভয় হতাশা, প্রলোভনের কাছে মাথা নত না করে লড়াইটা চালায়ে যাইতে পারি।