সাম্প্রতিক সময়ে দেশে আলোচনায় রয়েছে একটি সম্প্র’দয়ের মানুষের উপর হা’/ম’/লার ঘটনা যেটা নিয়ে সরকার অনেকটা চা’পে রয়েছে। এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটে নোয়াখালীর চৌমুহনীতে যার সাথে জড়িত ফয়সাল ইমাম ওরফে কমল (৩৯) নামের এক ব্যক্তি, যিনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন। জানা গেছে, ঐ ব্যক্তি এই ঘটনায় উ’/স্কা’নি ও ই’ন্ধনদা’তা হিসেবে কাজ করার দা’/য় স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ করার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ বরকত উল্লাহ বুলুসহ ১৫ জনের নাম প্রকাশ করেছেন ফয়সাল।
সোমবার (২৫ অক্টোবর) রাতে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাঈদীন নাঁহীর আদালতে ফয়সালের জ’বানব’ন্দি রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা পু’/লি’শ সুপার মো. শহীদুল ইসলাম জানান, জ’বানব’ন্দিতে ফয়সাল সা’/ম্প্র’দায়িক হা’/ম’/লার ঘটনার উস’/কা’/নি’দাতা হিসেবে বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন।
এর আগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফে’সবুকে অ’পপ্র’চার, হা’/ম’/লা, ভাং’/চু’/র ও অ’/গ্নিসং’/যো’গের ঘটনায় জ’ড়িত থাকার জন্য তাকে গ্রে’ফতার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থা’/নায় মা’/ম’লা দা’/য়ের হওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনের মা’মলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে। ধারনা করা হচ্ছে এই মা’মলায় আরো বেশ কয়েক জনের নাম উঠে আসতে পারে।