অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সময় আগামী সংসদ নির্বাচনকে ঘিরে দলকে সুসংগঠিত করতে সচেষ্ট, ঠিক সেইসময় জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ কোন্দল যেন থামছেই না। জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতা মসিউর রহমান রাঙ্গাকে গত সেপ্টেম্বরে আগে জাতীয় পার্টির প্রায় সকল পদ থেকে অব্যাহতি দেযয়া হয়। যার কারণে তার সমর্থিতরা জিএম কাদেরের সিদ্ধান্তে ক্ষুব্ধতা প্রকাশ করেন।
এদিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মসিউর রহমান রাঙ্গাকে। এছাড়া মসিউর রহমান রাঙ্গাকেও জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি শুক্রবার দলীয় গঠনতন্ত্রের ২২ ধারা উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন।
এ ছাড়া দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা এবং ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এর আগে ১৪ সেপ্টেম্বর দলের গঠনতন্ত্রের ভিত্তিতে মসিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের।
এদিকে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ থেকে জিএম কাদের অব্যাহতি দেয়ার ঘোষণায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সংসদীয় ধারা এবং বিধি-বিধান অবজ্ঞা করেছেন। তাই মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির চিফ হুইপ হিসেবে বহাল থাকবেন। এদিকে রওশন এরশাদ এবং জিএম কাদের এর মধ্যে দলীয়ভাবে ঠান্ডা লড়াই চলছে।