সম্প্রতি পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী প্রথমবারের মতো ঢাকার সিনেমায় অভিনয় করতে এসে শুটিংয়ের মাঝপথে কলকাতায় ফিরেছেন। ছবির নৃত্য পরিচালক মাইকেলের অধীনে কাজ করবেন না বলে শুটিং শেষ না করেই ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন সায়ন্তিকা। তিনি বলেন, শুধু নৃত্য পরিচালক মাইকেলের আচরণই নয়, শুটিং শেষ না হওয়ার পেছনে প্রযোজকের অব্যবস্থাপনাও রয়েছে।
সায়ন্তিকা গণমাধ্যমের কাছে দাবি করছেন, ‘ছায়াবাজ ’ ছবির কোরিওগ্রাফার মাইকেল তাকে হয়রানি করেছেন। তিনি এ বিষয়ে মন্তব্য করেন, “প্রথমে আরেকজন মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্যের শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও তিনি অর্থের সমস্যার কারণে চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।’
সায়ন্তিকা বলেন, ‘আমি একজন পেশাদার শিল্পী। তাই এটা করার কথা ভাবতে পারছি না। মাইকেল আমার কাছ থেকে অনুমতি না নিয়ে আমাকে হাত ধরে নিতে গেল। তারপর সবার সামনে বাধা দেই।
ছবির মূল সমস্যার পেছনে প্রযোজকের হাত রয়েছে বলে জানান এই অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, কিছু প্রযুক্তিগত সমস্যা নিয়ে নির্মাতা মনিরুলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কোনো উত্তর মেলেনি। তার কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।’
শুটিং ছেড়েছেন সায়ন্তিকা, ‘ছায়াবাজ ’ নিয়ে অনিশ্চয়তা শ্যুটিং ছেড়েছেন সায়ন্তিকা, ‘ছায়াবাজ ’ নিয়ে অনিশ্চয়তা।
সায়ন্তিকা জানান, কক্সবাজারে গিয়ে দুই দিন অপেক্ষা করেছেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। অভিনেত্রীর মন্তব্য, ‘হঠাৎ করে বলা হলো নাচের দৃশ্যের শুটিং হবে! বারবার যোগাযোগের চেষ্টা করেও মনিরুল উত্তর না দিলে আমি বলেছিলাম, মাইকেলের সঙ্গে এভাবে কাজ করব না।
সায়ন্তিকার দাবি, এত কিছুর পরেও প্রযোজক বলেছিলেন যে তাকে মাইকেলের সঙ্গে কাজ করতে হবে।
টলিউডের এই অভিনেত্রী বলেন, ‘ছায়াবাজ’ ছবির কাজ শেষ করবেন না এমন নয়। সায়ন্তিকা বলেন, ‘যদি তিনি সঠিকভাবে কাজ করেন, তাহলে অবশ্যই ছবিটি শেষ করব। তবে তার আগে আমাকে স্ক্রিপ্ট, শট ডিভিশন ভালোভাবে জানাতে হবে।’
উল্লেখ্য, ‘ছায়াবাজ’ ছবিতে ঢালিউড অভিনেতা জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন সায়ন্তিকা।