চলমান কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকে ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ লেখা পোস্টার লাগিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই পোস্টার টানানো হয়। পোস্টারে লেখা ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ, আদেশক্রমে ছাত্রসমাজ’।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। সারাদেশের মানুষ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী তাদের ভাই-বোনের ওপর হামলা চালায়। সারাদেশে কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা সুষ্ঠু বিচার দাবি করছেন।
এর আগে দুপুর ১২টার দিকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বহিরাগত কয়েকজনসহ কয়েকটি লেগুনা ও মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেটের সামনে অবস্থান নেয়। এ খবরে বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীসহ বহিরাগতরা লেগুনা বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল গেট ছেড়ে চলে যান।
এদিকে জাবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, সাভার মডেল কলেজ, সাভার সরকারি কলেজ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজ, সাভার যুব উন্নয়ন ও ধামরাই সরকারি কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।