নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে এসে ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকা ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছিল তার দপ্তর। এবার দেশটি ভারতে তাদের সব বাণিজ্যিক মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে।
শনিবার সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আগামী অক্টোবর থেকে ভারতে সকল বাণিজ্যিক মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু কানাডার নয় যুক্তরাষ্ট্রেরও উচিত ভারতকে টাইট দেয়া- কিছু মিশন গোটানো। জি-টুয়েন্টিতে কেবল কানাডার ট্রুডো বেইজ্জতি হয় নাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও অপমানিত হয়েছিলেন। কথা ছিল ইউক্রেন হামলার প্রতিবাদ ও নিন্দা জানাবে জি-২০র যৌথ ঘোষণা। মোদি সেটা তো করেইনি, উল্টো প্রেসিডেন্ট বাইডেনকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি। সাংবাদিকদেরকে গাড়ির মধ্যে আটকে রেখেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। পরে প্রেসিডেন্ট বাইডেন ভিয়েতনামে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন।