Friday , December 13 2024
Breaking News
Home / Entertainment / জামিন হয়ে গেলেও জেলেই থাকবেন আরবাজ

জামিন হয়ে গেলেও জেলেই থাকবেন আরবাজ

আরিয়ানের সথে নিষিদ্ধ দ্রব্যের মা’মলায় গ্রে’ফতার হন আরবাজ মার্চেন্ট নামে আরিয়ানের খুব কাছের এক বন্ধু। গত ২৩ দিন যাবৎ দুই বন্ধু আর্থার রোড কা’রাগারে আছেন। তারা কা’রাগারে থাকলেও সেখানেও তাদের বন্ধুত্বে আন্তরিকতার কোনো কমতি দেখা যায়নি। আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট সাফভাবে জানিয়ে দিয়েছেন, তিনি যদি জা’মিনও পেয়ে যান তবু তিনি জে’ল হতে বের হবেন না। আরিয়ানের একজন ভালো এবং অনেক কাছের একজন বন্ধু আরবাজ। আরবাজ আগে বের হওয়ার সম্ভবনার কথা জানিয়েছে একটি সূত্র।

বি’প’/দে সন্তানের এমন বন্ধুত্বসূলভ আচরণে মুগ্ধ এবং গর্বিত আরবাজের বাবা আসলাম মার্চেন্ট। তিনি বলেন, ‘‘ছেলে যে ভাবে তার বন্ধু আরিয়ান খানের পাশে দাঁড়াচ্ছে, তাতে আমি খুব খুশি।” তিনি আরও জানান, তিনি যে দিন জে’লে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সে দিন আরাবাজ তাকে বলেছে, ‘‘বাবা, আমরা এক সঙ্গে জে’লে এসেছি। বেরোলে এক সঙ্গেই বেরোব। আমি আরিয়ানকে একা ছেড়ে যাব না কোথাও।’’

ইনস্টাগ্রামের নানা ফ্যানপেজে ঘরোয়া পার্টিতে বিভিন্ন সময় একসাথ দেখা গেছে আরবাজ-আরিয়ানকে।

তবে আরিয়ান তারকা পরিবারের বলেই আরবাজ এমনটা করছেন এটা ভাবার কোনওই কারণ নেই। আরবাজের বন্ধু তালিকায় রয়েছে অনন্যা পাণ্ডে, শানায়া কপূরের মতো তারকা সন্তানরাও। আরিয়ানের বোন সুহানা খানও নাকি আরবাজের ঘনিষ্ঠ বন্ধু। আর সব বন্ধুর জন্যই একইভাবে অনূভব করেন আরবাজ।

আরবাজের বাবা তার সন্তানের বিষয়ে বলেন, ‘শাহরুখ খানের ছেলের জা’মিনের আশা খুব বেশি কারন সে একজন তারকার পূত্র। তবে আমার ছেলের জা’মিন কবে হবে সেটা তো জানি না, কারন আমার ছেলে তো আর তারকার পূত্র নয়। আমার সন্তানের ভাগ্যে কী রয়েছে সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল (মঙ্গলবার) আরিয়ানের জা’মিনের কোনো সিদ্ধান্ত হয়নি। আরিয়ানের জা’মিন বুধবার হয় কিনা সেটাও জানি না। আরবাজের ভাগ্যেই বা কি রয়েছে সেটা জানি না।
খবর আনন্দবাজার পত্রিকার।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *