করোনা পরীক্ষার নামে প্রতারণার করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে এবার জামিন পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ।
জানা যায়, আজ বৃহস্পতিবার (০৭ অক্টোবর) শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ।
এদিকে এ মামলায় গত ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে ফিরে যেতে হয় তাকে। জানা যায়, শারীরিকভাবে কিছুটা অসুস্থতা বোধ করায়, তাকে পরে আসতে বলেন বিচারক। আর এরই সুবাদে আজ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি।