কয়েক মাস আগে নাসির এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী আলোচনায় আসেন কারন তামিমা তাম্মি তার আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন। এর পর তাম্মির আগের স্বামী অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আজ অর্থাৎ রবিবার ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি আদালতে যান এবং তারা দুজনে আত্মসমর্পন করে জামিন পান। এই মামলায় আরেক আসামি
হলেন তামিমার মা সুমি আক্তার। এই তিনজনকে ১০ হাজার টাকা মুচলেকা হিসেবে ধার্য করে তাদের জামিন দেওয়া হয়েছে।
আজ রোববার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এ তিন আ’সামি তাদের আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শু’নানি শেষে বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন।
জামিন পাওয়ার পর ক্রিকেটার নাসির হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা আদালতের রায়ে সন্তুষ্ট, আদালত সব দিক বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন। এর আগে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা আদালতে হাজির হন। এরপরেই তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। তামিমা জামিন লাভের পর অনেক সন্তুষ্ট। আমরা সুবিচার আশা করবো, যাতে তামিমা এবং আমি একটি সুখি দাম্পত্য জীবন পাই।
গত ৩০ সেপ্টেম্বর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঐ মামলার বিষয়ে তদন্তের পর একটি প্রতিবেদন প্রস্তুত করে জমা দেন। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আজ অর্থাৎ ৩১ অক্টোবর তাদের আদালতে হাজিরার দিন নির্ধারন করেন। এরপর তারা আদালতে গিয়ে আত্মসমর্পন করে জামিন লাভ করেন।