সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিনের বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ফলাও করে খবর ছাপা হয়েছে। যার মধ্যে একটি বিষয় হলো তিনি ঠিক পরীক্ষার আগের দিন জামিন পেয়েছেন। তাকে তার পরীক্ষার কয়েকদিন আগেও তো জামিন দেওয়া যেত। এবার এই বিসয়টি নিয়ে মুখ খুলেছেন সমালোচক আসিফ নজরুল। তিনি সামাজিক যোগযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি গ্রেফতার হয়েছিলেন। এরপর মূলত: জামিন না পাওয়ার কারণে ১৫ মাস জেলে ছিলেন।
আমার প্রশ্ন, যাকে ১৫ মাস পরে জামিন দেওয়া গেল, তাকে আরো আগে জামিন দেয়া হলো না কেন? হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পরও আরো প্রায় ৯ মাস কেন সেটা ঝুলে থাকলো আপীল বিভাগে?
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করছি বহু বছর ধরে। জামিনের উপর বড় একটা গবেষনা করেছিলাম ইউএনডিপির জন্য। কোন সদুত্তর নেই আমার নিজের কাছেই।
আমি ম”র্মাহত।