ঢাকা রাজধানীতে অবৈধ ক্যাসিনো কর্মকাণ্ডের পাশাপাশি নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা এক মামলায় দীর্ঘ প্রায় ৩ বছর কারাভোগের পর গত মঙ্গলবার (২৩ আগস্ট) জামিনে মুক্তি পান বহিষ্কৃত যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। কিন্তু জামিনে বের হয়েই এক অবাক করা তথ্য দিলেন তিনি নিজেই।
প্রায় ৩ বছর পর জামিনে মুক্তি পেয়ে সম্রাট বলেন, বহিষ্কারের বিষয়টি তিনি জানেন না।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।
সম্রাট বললেন, আমি আজ শুধু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এ সময় সাংবাদিকরা তাকে যুবলীগ থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি জানি না…
তিনি আরও বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি সব সময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবে কাজ করে যাবো।
এদিকে দীর্ঘদিন পর সম্রাটকে ফিরে পেয়ে রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে পড়েছে তার সঙ্গী-সাথীরা। এর আগে তারা দাবি করেন, সম্রাটকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। তারা অবিলম্বে তার মুক্তির দাবি করেন।জামিনে বের হয়ে এবার সাংবাদিকদের কি বললেন আলোচিত সেই সম্রাট
জামিনে বের হয়ে এবার সাংবাদিকদের কি বললেন আলোচিত সেই সম্রাট
জামিনে বের হয়ে এবার সাংবাদিকদের কি বললেন আলোচিত সেই সম্রাট