দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে টাকা ভাগবাটোয়ারা নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে তোলপাড় হয়েছে। এ ঘটনায় পারভীন আক্তার (৪৭) নামে এক মহিলা লীগ নেত্রী বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বেতপট্টিতে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। পারভীন আক্তার মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য, রংপুর জেলা সহ-সভাপতি, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য।
অভিযোগে জানা গেছে, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বসে নিজের পছন্দের সদস্যদের মধ্যে টাকা বিতরণ করেন ।
এ সময় পারভীন আক্তার সেখানে এসে মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যার কাছ থেকে জানতে পারেন, তাকে ১০ হাজার টাকা দিতে বলা হচ্ছে। এ সময় পারভীন আক্তারসহ উপস্থিত অন্যরা বলেন, তাদের মধ্যে টাকা ভাগাভাগি করা উচিত নয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ডাঃ দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে অশ্লীল কথা বলেন। একপর্যায়ে ইসমত আরা বন্যাসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদককে ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেন। এসময় ভয়ভীতি ও হুমকি দেন এ বিষয়ে জানার জন্য দেলোয়ার ডা. দেলোয়ার হোসেনের ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগকারী পারভীন আক্তার বলেন, আমি নিজে থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে জিএম কাদেরের মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।
তবে জিএম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসির বলেন, বিষয়টি আমি অবগত নই। অপরদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনতাছের বিল্লাহকেও ফোনে পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ ডিসেম্বর নগরীর সেনপাড়ায় স্কাইভিউয়ের বাসায় রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মহানগর আওয়ামী লীগের নেতারা। এরপর প্রচারণার শেষ মুহূর্তে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জিএম কাদেরের পক্ষে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ নেতারা।