Sunday , January 12 2025
Breaking News
Home / opinion / জানিনা উনি কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, ওনার অন্যায় ০৫ ই মে শাপলা চত্তরে নিহতের সংখ্যা বেশী বলা :স্বপন

জানিনা উনি কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, ওনার অন্যায় ০৫ ই মে শাপলা চত্তরে নিহতের সংখ্যা বেশী বলা :স্বপন

এই মানুষটা কখনও প্রধানমন্ত্রী হতে পারবেন কি না জানি না তবে তিনি বাংলাদেশের মানবাধিকার লংঘনের শিকার মজলুমদের অন্তরে ঠাঁই করে নিয়েছেন।
আওয়ামী ফ্যাসিষ্ট দের চরম আতংক অধিকার মানবাধিকার সংস্থার সম্পাদক আদিলুর রহমান।
ওনার অন্যায় ০৫ ই মে শাপলা চত্তরে নিহতের সংখ্যা বেশী বলায়।
আরে বুলেট গুনে হিসাব দিলে তো খবর আছিলো –
শাপলা চত্তরের ঘটনায় অনেক পোশাকী বাহিনীর সদস্যের ফায়ারিং স্কোয়াডে ( যে দায়িত্ব আমি নিতে চাই) আর হাসিনা গং কিম্বা পলিটিশিয়ানদের আদালতে ফাঁসির আদেশ পেন্ডিং।
কোন ছাড় নাই –
আদিল ভাই কয়েকদিনের জন্য হাজতে গেলেন কারন হাসিনা এই কাজ টা করে হাসিনা নিজের হেডম জাহির করলেন।
আওয়ামী নেতা কর্মীদের মধ্যে একটা কনফিডেন্ট মেসেজ দিলেন।
সব মোদীর বুদ্ধি।
আসলে এই মহিলার পায়ে র তলায় জুতাও নাই – দেখছেন তো মোদীর ঈশারায় সাইড লাইন দিয়া বাহির হইয়াও বাইডেনের কাছে যাইতে পারে নাই – পারলে হাসিনা কাপড় খুইলাও দৌড়াইতে চাইছিলো -।
হাসিনা যে কোন সময় উষ্টা খাইবে তা তার দৌড় ঝাঁপই প্রমান করে।
আদিল সাহেব কে গ্রেফতার করে আমেরিকার একটু কাছে আসতে চায় – কারন আমেরিকা বা মানবাধিকার সংস্থা গুলো হাসিনারে অনুরোধ করবে কথা বলবে – এমনেই তো কেহ ওরে পাত্তা দেয় না আগ বাড়াইয়া কথা বলে না ফহিন্নী কেরেক্টার বইলা।
চালায়ে যাও হাসিনা। দেখা যাক তোমারে ইতিহাসের কোন সমাধীতে রাখা যায়।
যারা বিপ্লবীদের লক্ষন চেনেন না তারা চিনে নেন – বিপ্লবীরা ফিনিক্স পাখির মতন বার বার ফিরে আসে।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *