সম্প্রতি গত কয়েকদিন আগেই শুটিংয়ে সেটে অগ্নি দুর্ঘটনায় এ গুরুতর আহত হন বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শারিমন আঁখি। এরপর গত কয়েকদিন ধরেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন তিনি। তবে গুণী এই অভিনেত্রীর ভক্তদের জন্য সুখবর যে, তা অবস্থার বেশ উন্নতি হয়েছে।
সোমবার তার স্বামী রাহাত কবির জানান, অভিনেত্রীকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে।
রাহাত বলেন, ‘আঁখির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন সে কথা বলতে পারে, আগে হাত পা নাড়াতে পারত না; কিন্তু এখন হাত-পা নড়ছে।’
রাহাত বলেন, শারীরিক অবস্থার একটু উন্নতি হলে আঁখিকে কেবিনে স্থানান্তর করা হবে।
শুক্রবার আঁখির অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
আঁখির বেড়ে ওঠা চট্টগ্রামে। সেখানে মঞ্চ অভিনেতাদের দল ‘অরিন্দম নাট্য সম্প্রদায়ে’’ তার অভিনয়ে সামিল। তারাশঙ্কর ব্যানার্জির ‘কবি’ উপন্যাস অবলম্বনে নির্মিত নাটকে বসন্তের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে বেশ জনপ্রিয়তার সাথেই কাজ করে যাচ্ছেন শারমিন আঁখি। ছোট পর্দায়ই নয়, বড় পর্দায় অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।