পাকিস্তানের কাছে বাংলাদেশের টাইগাররা পরাজিত হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ফিরে আসছেন দেশে। তবে যদি আজ বাংলাদেশ দল আজ পাকিস্তানের সাথে ম্যাচেটি জয় পেত তাহলে টাইগাররা সেমিফাইনালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারতো। কিন্তু এখান থেকে ছিটকে পড়তে হলো দলটিকে।
কিন্তু তা না হওয়ায় দুই ম্যাচ জিতে সান্ত্বনা নিয়ে দেশে ফিরছে সাকিবের বাহিনী। সেই সঙ্গে আর্থিক পুরস্কার হিসেবে পাচ্ছেন দেড় কোটি টাকা।
আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, এই মৌসুমের সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলা ৮টি দল পাবে ৭০ লাখ টাকা করে। আর এই পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দল পাবে ৪০ লাখ টাকা করে। সেই হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল পাচ্ছে প্রায় দেড় কোটি টাকা।
বাংলাদেশ দল সেমিফাইনালে উঠলে টাকার অঙ্ক আরও বাড়তো। কারণ সেমিফাইনালে যাওয়া প্রতিটি দল পাবে ৪ কোটি টাকা। কিন্তু টাইগাররা সুপার টুয়েলভে ৫টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টি ম্যাচে।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ ৮ কোটি টাকা। অনুষ্ঠানে মোট ৫.৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি) পুরস্কার দেওয়া হবে।
এবারের আইসিসিতে বাংলাদেশ দল অনেকটা আশানুরুপ পারফরমেন্স দেখিয়েছে যেটা বাংলাদেশ দলের জন্য একটা সান্তনাও বটে। তবে শেষ দুটি ম্যাচে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত বাংলাদেশ দলের মনোবল নষ্ট করে দেয়, যেটা বাংলাদেশ দলের পরাজয়ের কারন হতে পারে এমন মনে করছেন ক্রিকেট প্রেমিরা।