বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের বার বার নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী জনেনত্রী শেখ হাসিনা শত বাঁধা পেরিয়ে অবশেষে নির্মাণ করেছেন বাংলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু।এক কথায় বাংলার মানুষ যে কতোটা আনন্দিত সেইটা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ঢল দেখলেই বুঝা যায়। সম্প্রতি জানা গেছে প্রধানমন্ত্রী ২০০০ টাকা টোল ফি দিয়ে পদ্মা সেতু পারি দিয়েছেন।
প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোল নিয়ে পদ্মা সেতুতে উঠলেন।
তবে প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী কত টাকা টোল দিয়েছেন তার রশিদের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টোল আদায়ের রশিদের চিত্র তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে পোস্ট করেছেন।
তিনি ক্যাপশনে লিখেছেন, “প্রথমবারের মতো আমি পদ্মা সেতু পার হওয়ার আগে টোল পরিশোধ করেছি।”
রসিদে দেখা যায় নগদ ২ হাজার টাকা টোল ফি প্রদান করা হয়েছে। টোলের ট্রানজেকশন নাম্বার ০০০১। তারিখ ২৫-০৬-২০২২, সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ড। লেন নং ০৩, শিফট নং ০১।যানবাহনের ধরন- ৬ (মিডিয়াম বাস)।
এরপর প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরে তিনি মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যান। জাজিরা শেষে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন।
এর আগে প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর ত্যাগ করেন এবং সকাল ১০টায় মাওয়ায় সুধী সমাবেশের মঞ্চে পৌঁছান।
প্রসঙ্গত, পদ্মা সেতু নির্মাণ করার শুরু থেকেই প্রধানমন্ত্রীকে অনেক বাঁধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তিনি একজন সাহসী নারী। হাল ছেড়ে না দিয়ে নিজেদের অর্থায়নে সম্পূর্ণ করলেন পদ্মা সেতুর কাজ। উন্মেচিত হলো নতুন এক দিগন্তের।