খেলাপির মামলায় চট্টগ্রামের সাত ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে ৭৩ কোটি টাকা খেলাপির অভিযোগ রয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম ক্রেডিট কোর্টের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া ব্যবসায়ীরা হলেন এএফসি হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান, পরিচালক মোঃ আফজাল, মোঃ জিয়া উদ্দিন, সাইদুল আমিন, মোঃ শামসুদ্দোহা তাপস, এস.এম. সাইফুর রহমান ও মাহবুব আরব মজুমদার।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, বিচারক আদেশে উল্লেখ করেছেন, ইস্টার্ন ব্যাংক নগরের আগ্রাবাদ শাখা থেকে সাত ব্যবসায়ী ঋণ পরিশোধ করেননি। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি ওয়ান ব্যাংকের কাছে দায়বদ্ধ নয়। ব্যাঙ্কগুলি ব্যবসায়ীদের ব্যক্তিগত গ্যারান্টিতে ঋণ দেয়।
এছাড়া দুইবার ঋণ পুনঃতফসিল করা হলেও ব্যবসায়ীরা তা পরিশোধ করেননি। এ অবস্থায় তারা দেশ ছাড়তে পারবে না। দেশত্যাগ বড় খেলাপি ঋণ সংগ্রহকে অনিশ্চিত করে তুলতে পারে। এ জন্য সাত জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।
এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেওয়া হয়েছে।