সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করার পর দেশে ফিরলে কয়েকজন নারী ফুটবলারের নগদ অর্থ সহ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়। বিমানবন্দরে নামার পর তারা তাদের লাগেজ পাওয়ার পর দেখতে পান তাদের লাগেজের অনেক অংশ ছেড়া এবং তলার দিকে ভাঙ্গা। এরপর তারা তাদের ব্যাগে রাখা নগদ টাকা ও আরো কিছু জিনিস আর খুজে পাননি বলে অভিযোগ করেণ।
তবে অভিযোগ অস্বীকার করে বিমানবন্দর কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে।
তবে নিজেদের জিনিসপত্র ও অর্থ হারিয়ে ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফে)। ক্ষতিপূরণ হিসেবে কৃষ্ণা রানী সরকার, শামসুন্নাহার ও সানজিদা আক্তারকে নগদ টাকা ও মোবাইল ফোন দিয়েছে বাফুফে।
ক্ষতিপূরণ হিসেবে কৃষ্ণা রানিকে পেয়েছেন দেড় লাখ, শামসুন্নাহার পেয়েছেন ১ লাখ টাকা এবং সানজিদাকে দেওয়া হয়েছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স।
বাফুফের মহিলা ফুটবল বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে বলেন, “ওদের ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। হারানো টাকার চেয়ে তিন-চার গুণ বেশি দেওয়া হয়েছে। কৃষ্ণা-সানজিদার যথাক্রমে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা হারিয়েছে। অন্যদিকে, কৃষ্ণাকে দেড় লাখ টাকা এবং সানজিদাকে দেওয়া হয় একটি আইফোন থার্টিন প্রো ম্যাক্স। শামসুন্নাহার ৫০ হাজার টাকা হারিয়েছেন, তাকেও দেওয়া হয়েছে ১ লাখ টাকা।
তবে এই নারী ফুটবলাররা তাদের ক্ষতিপূরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারা খুশি বলে জানান। এদিকে বিভিন্ন সংস্থা থেকে বিপুল পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পাচ্ছেন সকল নারী ফুটবলাররা।
অন্য দিকে অনেক নারী ফুটবলারকে তাদের নিজেদের এলাকায় বিপুল আয়োজনে সংবর্ধনা দেয়া হচ্ছে বলেও জানা গেছে।