বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। ওই দিন বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাবলিক যানবাহন অধিদপ্তরে ৪০টি গাড়ি ও ও ড্রাইভার চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, ওইদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে তিন তিন বাহনীর প্রধান, সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানরা উপস্থিত থাকবেন। মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া গণমাধ্যম সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হবে।
মন্ত্রিসভার শপথগ্রহণের আগে বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়ী হয়। জাতীয় পার্টি ১১টি আসনে, আওয়ামী লীগের জাসদ ও ওয়ার্কার্স পার্টি ২টি আসনে, কল্যাণ পার্টি ১টি আসনে এবং বাকি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।