আর্থিক সংকট, বিশেষ করে বর্তমান সময়ের ডলারের সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কা অবশেষে এশিয়া কাপের শিরোপা জিতে নিলো। ক্রীড়াক্ষেত্রে এই জয় শ্রীলঙ্কার নামকে আরো উজ্জ্বল করে তুলেছে এবং সেই সাথে হয়েছে আর্থিকভাবে লাভবান। আর এই অর্থ দেশটির অর্থনীতিতে কিছুটা হলেও ভূমিকা রাখতে সহায়ক হবে।
এবারের এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে দুই ফাইনালিস্টের মোট প্রাইজমানি ছিল তিন লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা)।
এর মধ্যে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা পাবে ২ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা)। আর রানার্সআপ দল হিসেবে পাকিস্তান পেয়েছে ১ লাখ মার্কিন ডলার। পুরস্কারের পাশাপাশি বিজয়ী দল বিভিন্ন বোনাসও পেয়েছে।
এশিয়া কাপ ক্রিকেট বিশ্বের একমাত্র মহাদেশীয় টুর্নামেন্ট। অন্য কোথাও মহাদেশীয় স্তরের তুলনা টানা যাবে না। তবে বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এশিয়া কাপের প্রাইজমানি কয়েকগুণ কম। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৬ লাখ মার্কিন ডলার। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার।
উল্লেখ্য এবারের এশিয়া কাপে বাংলাদেশ প্রথম পর্ব থেকে বাদ পড়ে যায় যার কারণে মানুষের টাইগার অনেকটা হতাশা নিয়ে ঘরে ফেরে এদিকে ভারত ফাইনালের আগেই এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে। তবে এশিয়া কাপ একটি উত্তেজনাপূর্ন খেলা উপহার দিয়েছে সেটা নি:সন্দেহে বলা যায়।