রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর অসংখ্য সাধারণ মানুষ জীবন বাঁচানোর লক্ষ্যে আশ্রয় নিচ্ছেন বাঙ্কারে৷ হিমশীতল ঠান্ডায় মাটির নীচে অবস্হান করার সেই করুণ দৃশ্য গণমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পরেছে সারা বিশ্বে। বাঙ্কারে আশ্রয়গ্রহণ করা ব্যক্তিদের থেকে ব্যতিক্রম রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের( Putin ) পরিবারও৷
প্রতিবেশী দেশ ইউক্রেনের( Ukraine ) বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগেই নিজের পরিবারকে সাইবেরিয়ার( Siberian ) ‘ভূগর্ভস্থ শহর’-এর ‘বিলাসবহুল’ গোপন বাঙ্কারে সরিয়ে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির( Vladimir ) পুতিন। আলতাই পর্বতমালার( Altai Mountains ) কাছে কোনও একটি জায়গায় উচ্চপ্রযুক্তি সম্পন্ন বাঙ্কারে রাখা হয়েছে প্রেসিডেন্টের পরিবারকে- এমনটাই দাবি করেছেন রাশিয়ারই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সলোভের।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, বিলাসবহুল যে বাঙ্কারে পুতিনের( Putin ) পরিবারকে রাখা হয়েছে, সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত। অর্থাৎ যদি পরমাণু হামলা হয় তবে ওই বাঙ্কারের ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলেই তিনি জানিয়েছেন।কিন্তু কেন হঠাৎ রাশিয়ায়( Russia ) বসে পুতিনের( Putin ) বিরুদ্ধে মুখ খুললেন অধ্যাপক ভ্যালেরি সালোভে? এমনটা নতুন নয়।
এর আগেও তিনি পুতিনের( Putin ) শরীরিক ও মানসিক সমস্যা নিয়ে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, রাশিয়ার জনগণকে লুকিয়ে নিজের চিকিৎসা করাচ্ছেন প্রেসিডেন্ট। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু-র( Sergei Shoigu ) সঙ্গে বিভিন্ন গোপন আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে নেটমাধ্যমে এক ভিডিও বার্তায় দাবি করেন।
পুতিনের( Putin ) শারীরিক সমস্যা সংক্রান্ত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। কয়েক মাস আগে অধ্যাপকের বাড়িতে তল্লাশিও চালানো হয়।
সর্বময় ক্ষমতার অধিকারী ভ্লাদিমির( Vladimir ) পুতিনও যখন নিজে পরিবারকে যুদ্ধের ভয়াবহতা থেকে নিরাপদ রাখতে বাঙ্কারে রাখার বিকল্প খুঁজে পাননা তখন সহজেই অনুমান করা যায় কতটা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে রাশিয়ার সামরিক অভিযান।