Thursday , December 26 2024
Breaking News
Home / National / জানা গেলো কেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে কোনো ইস্যু মনে করছেন না তথ্যমন্ত্রী

জানা গেলো কেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে কোনো ইস্যু মনে করছেন না তথ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের উর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী সপ্তাহে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( Bangladesh Nationalist Party ) (বিএনপি)। কিন্তু বিএনপির( BNP ) এই ইস্যুকে একদমই গুরুত্ব দিতে নারাজ তথ্যমন্ত্রী ড. হাছান( Dr. Smile ) মাহমুদ।

ড. হাছান( Dr. Smile ) মাহমুদ বলেছেন, ‘বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে ইস্যু করে নতুন কর্মসূচি দিতে চায়। তারা জানে না বর্তমান সরকারের( government ) আমলে মানুষের ক্রয় ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এজন্য তাদের কোনো কথা নেই।’

আজ সোমবার( Monday ) ২৮ ফেব্রুয়ারি দুপুরে( February noon ) সিরাজগঞ্জ( Sirajganj ) জেলা আওয়ামী লীগের( Awami League ) ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান( Dr. Smile ) মাহমুদ। এ সময় মন্ত্রী বলেন, ‘মানুষের মাথাপিছু আয় অনেক বৃদ্ধি পাওয়ায় দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের কোনো কথা নেই। বিএনপি এইসব মিথ্যা ইস্যু করে নতুন নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে।’

এদিকে আগামী নির্বাচন নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে উল্লেখ করে ড. হাছান( Dr. Smile ) মাহমুদ বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ আরও বেশি যোগ্য নেতৃত্বকে দায়িত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে দুঃসময়ে যাঁরা দলের পাশে থাকে, তাঁরাই দলের প্রকৃত বন্ধু।’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মনে রাখবেন শেখ হাসিনা( Sheikh Hasina ) ও আওয়ামী লীগ কাউকে নেতৃত্বের ইজারা দেয় না। তাই সঠিক পথে চলতে হবে, দলীয় নিয়ম-কানুন মেনে চলতে হবে। দল করবেন কিন্তু নিয়ম মানবেন না, অন্যায়ভাবে নমিনেশন নেবেন, সে দিন চলে গেছে।’

মূলত বিভিন্ন আঞ্চলিক ও স্হানীয় পর্যায়ের আওয়ামী লীগের( Awami League ) রাজনীতিকের অপরিণামদর্শী ও অসাধু কর্মকান্ডকে নির্দেশ করেই এমন সাবধানবানী উচ্চারণ করেছেন তথ্যমন্ত্রী।

About Ibrahim Hassan

Check Also

মারা যায়নি আবু সাঈদ, আছেন ফ্রান্সে রনির এমন মন্তব্যে নিয়ে যা জানা গেল

সম্প্রতি টিকটকে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও শেয়ার করা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *