এশিয়া কাপ চলাকালীন গত রোববার (১০ সেপ্টেম্বর) হঠাৎ করেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। তবে দুই দিন পর (বুধবার) শ্রীলঙ্কায় আবারও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন বাংলাদেশ অধিনায়ক। জানা গেছে, সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাকিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তারকা ক্রিকেটার প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে গুঞ্জন রয়েছে।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার মিডিয়ার মুখোমুখি হলেন বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার। সেখানে শাকিবকে তার নির্বাচনী প্রার্থিতা সম্পর্কে প্রশ্ন করা হয়। সাকিব এক লাইনে জবাব দেন, ‘আমি এখানে শুধু ভারতের ম্যাচের কথা বলছি।’
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টাইগারদের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন,’সব সময় ভালো করবে এটাও না, খারাপ করবে সেটাও না। যারা ভালো করেছে তাদের জন্য ভালো। যারা ভালো করতে পারেনি তাদের জন্য পরবর্তী সুযোগ আসবে, তারপর তারা আবার করতে পারবে।’
‘জাতীয় দলে যারা খেলে, সামর্থ্য অনুযায়ী খেলে।এখানে অভিজ্ঞতা, অভিজ্ঞতা নেই, নতুন পুরাতন এগুলো নিয়ে আসলে চিন্তা করে না। দল হিসেবে খেলতে পারলে আমাদের জন্যই ভালো।’-আরও যোগ করেন সাকিব।