বর্তমান সময়ে বাংলাদেশের ( Bangladesh ) রাজনৈতিক প্রেক্ষাপট কেমন তা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পেশে করেন জাতীয় পার্টি ( Party )র ( national party ) (জাপা ( Japa )) চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর।রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিজ দলের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমরা কথায় কথায় বলি, রাজাকারদের সঙ্গে কোনো আপস নেই। রাজাকারের দল আছে আর আপনাদের দলের কমিটি (রাজাকার) আছে। আমি অন্য জেলার কথা জানি না, আমার জেলার কথা জানি। প্রথমে আয়নায় নিজের মুখ দেখুন।
মঞ্জু আরোও বলেন, “এসব কথার সঙ্গে কোনো দ্বিমত থাকবে না। আমাদের আদর্শের সঙ্গে কারো মিল নেই। আমরা যেভাবে চিন্তা করি আমাদের মতো কেউই চিন্ত করে না। এই প্রজন্মের ছেলেপেলে আমাদের আগের সমাজ ব্যবস্থা সম্পর্কে কিছুই জানে না। তারা যে পরিবেশে বড় হচ্ছে তারা শুধু ধ/র্ষ/ণের খবর শুনে।
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের ( Awami League ) সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শাহজাহান খানের ( Shahjahan Khan ) উদ্দেশে তিনি বলেন, যখন ভাবি, জাতীয় পার্টি ( Party ) বা বিএনপি ( BNP ) খিচুড়ি পার্টি ( Party ),তখন মনে হয় এসব দলের কমিটিতে (রাজাকার) থাকতেই পারে। তবে এখন দেখি আওমীলীগের মধ্যে রয়েছে, ছাত্রলীগের মধ্যে রয়েছে যুবলীগের মধ্যে রয়েছে এটা কিভাবে সম্ভব। নিজেদের দলেই রাজাকার পুষে আর অত্যাচারিত হয় জামাত বিএনপি ( BNP )র ( Jamaat belongs BNP ) লোকেরা।