সম্প্রতি দ্বাদশ নির্বাচনে সামনে রেখে আবারও পাতানো ভোট করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামীলীগ। আর এই পাতানো নির্বাচনের বৈধ্যতা দিতে আবারও হাত বাড়াচ্ছে জাতীয় পার্টি।তবে এবার নির্বাচনের মাঠে ভিন্ন কৌশলে নিজেদের অবস্থান পাকা করতে তৎপর জাতীয় পার্টি।তারা আগে থেকেই নিজেদের আসনগুলো নিশ্চিত করতে নতুন কৌশল নিয়েছে।যার কারণে ক্ষমতাসীনরা বেশ ঝামেলা মধ্যে পড়েছে দলটিকে নিয়ে।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
নৌকা ডুবার আশংকা ! জাতীয় পার্টির কৌশলে মহাধরা খাচ্ছে আ. লীগ ! রওশনকে দিয়ে খেলা জমানো যাচ্ছেনা !
প্রসঙ্গত, সরকার আবারও একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার জন্য ইতিমধ্যে সব আয়োজন সেরে ফেলেছে। কিন্তু তার পাতানো বিরোধী দল জাতীয় পার্টির নানা নাটকের কারণে বিপাকে পড়েছে।যদিও আসন বিষয়ে সমাঝোতার হয়ে গেছে বলা হচ্ছে আওয়ামীলীগের পক্ষ থেকে কিন্তু বাস্তবে ভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছে।