বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বর্তমান সময়ের আলোচিত এবং একটি সমালোচিত নাম। সম্প্রতি তিনি কথা বলেছেন জাতিসংঘ নিয়ে।এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ সম্প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটার সব স্কোপই আছে। জাতিসংঘে আগে আমরা গিয়েছি।
কিন্তু এমন নিরাপত্তা পরিষদ আছে! জাতিসংঘ ইদানীং খুবই দুর্বল হয়ে পড়েছে। কারণ তারা বিভিন্ন দেশে সুবিধা করতে পারছে না। যুদ্ধই থামাতে পারছে না। ’
তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের রোহিঙ্গা ইস্যুতে আমরা ভালো সাড়া পেয়েছি। রোহিঙ্গা ইস্যুতে আমাদের একটা ভয় ছিল, তারা ইউক্রেন থেকে আসা শরণার্থীদের ব্যাপারে বেশি আগ্রহী। এ কারণে আমরা তাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করছি।
তিনি আরও বলেন, ‘বড় দেশ আলোচনায় এসেছে। তারা সবাই আমাদের সাথে একমত। তারা সবাই বুঝতে পেরেছিল যে রোহিঙ্গা ইস্যু একটি গুরুতর সমস্যা এবং এর সমাধান প্রয়োজন, প্রত্যাবাসন। ‘
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখন যা হচ্ছে, মিয়ানমারে তাই হচ্ছে। এটা আমাদের এখানে ঘটছে না. আমরা ঠাণ্ডা মাথায় এগুলো সামলাবো। আমাদের যা করার আছে আমরা তাই করছি। আমরা উস্কানিতে পা দেব না। ‘
র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূত যা বলেছেন, সেটা তার বক্তব্য। আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আমরা এটা সব জায়গায় বলেছি। এটা একটা প্রসেস। এটি আমরা সব সময় তুলে ধরি। ’
প্রসঙ্গত, মিয়ানমার ইস্যু নিয়ে এখনো বেশ চেইপ রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের অসৌজন্যমূলক আচরণ দিন দিন বেড়েই যাচ্ছে। তারপরও বাংলাদেশ এ বিষয়ে ধর্য্যের পরিচয় দিচ্ছে বাংলাদেশ।