না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষাল।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ভারতের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনুপ ঘোষাল বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি লিখেছেন, বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তার গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করে। অনুপ ঘোষালের মৃত্যু সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। অনুপ ঘোষালের আত্মীয়স্বজন ও ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন অনুপ। নজরুল গীতি ও শ্যামা সঙ্গীতের জন্য সঙ্গীত জগতে তিনি ব্যাপক প্রশংসা পান। এছাড়া তিনি বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেন।সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে সংগীত পরিবেশন করেছিলেন অনুপ।
প্রসঙ্গত, বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তিনি ভোজপুরি ও অহমিয়া ভাষায়ও গেয়েছেন অনুপ ঘোষাল। তার মৃত্যুতে শুধু সঙ্গীত জগৎ নয়, সমগ্র সাংস্কৃতিক অঙ্গন শোকের ছায়া নেমে এসেছে।