Saturday , March 15 2025
Breaking News
Home / Entertainment / জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ দাঁড়াতে পারছেন না

জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ দাঁড়াতে পারছেন না

বর্তমান সময়ে বাংলাদেশ চলচ্চিত্রে আরিফিন শুভ ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে সিনেমায় অভিনয় করে চলেছেন। এই জনপ্রিয় চিত্রনায়ক গত কয়েক মাস আগে হঠাৎ করে পায়ে চোট পান। এই চোটের কারণে তিনি কয়েক মাস ভুগেছিলেন। আর এর জন্য তিনি কোনো শুটিং তো দূরের কথা কোনো কাজই করতে পারেননি। সেই চোটের ব্যাথা আবারো জেগে বসেছে। এই চোটের বিষয়ে কথা বলেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এছাড়াও তিনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন।

জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন এবার এমআরআই করালেন তিনি। যার ফল জানা যাবে আগামী ২৮ জুলাই।

শুভ বলেছেন, ‘চিকিৎসক দেড় ঘণ্টা সময় নিয়ে আমার পরীক্ষা করেছেন। কারণ বিষয়টা খুবই ভোগাচ্ছে আমাকে। গত প্রায় এক সপ্তাহ থেকে আমি দাঁড়াতেই পারছি না। সারাটাদিন বিছানায় থাকতে হচ্ছে। নড়াচড়াতেও সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ইনজুরি থেকে মুক্তি মিলবে।’

প্রসঙ্গত, আরিফিন শুভর হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ প্রজেক্ট। গত এপ্রিলেই তিনি শুটিং করে এসেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়পিকের। এছাড়া সম্পন্ন করে রেখেছেন দুই পর্বের ‘মিশন এক্সট্রিম’ সিনেমার কাজ। কিছু দিন আগে যুক্ত হয়েছেন ‘নূর’ নামের আরেকটি সিনেমায়। যেটা নির্মাণ করবেন রায়হান রাফি।

এদিকে, এই চিত্রনায়ক দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলেছেন। তবে এরপরও তার পায়ের পায়ের অবস্থা স্বাভাবিক হচ্ছে না। যার কারণে তিনি কোনো কাজ করতে পারছেন না। এমনকি বিছানা থেকে উঠতেও তার অনেক কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি সারাটাদিন বিছানায় থাকছেন।

About

Check Also

গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছর পর মঞ্চে ফিরে এলেও গান পরিবেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *