সম্প্রতি নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে একের পর এক মা/মলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয় নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে সরকারের নানা মহল থেকে। যা কখনো প্রত্যাশীত নয়।বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন বি/শিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলে।
তথ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ
মামলা দিয়ে অতি বিখ্যাত বা জনপ্রিয় কাউকে কাবু করার একটা পদ্ধতি আছে সরকারের। সেটা হচ্ছে: প্রথমে ইচ্ছেমতো তার বিরুদ্ধে মামলা করা বা কাউকে দিয়ে করানো।
এরপর, সরকারের বিভিন্ন পর্যায় থেকে মামলার ভিত্তিহীন ( বা অতিরঞ্জিত) অভিযোগটি আরো বিকৃত করে প্রচার এবং এভাবে টার্গেটেড ব্যক্তির চরিত্র্রহনন করা।
তিন: সরকার নিয়ন্ত্রিত মিডিয়াকে এই চরিত্রহননে যোগ দেয়ানো।
চার: আদালতে প্রভাব বিস্তার করে বিচারকাজ নিয়ন্ত্রন করার চেষ্টা করা।
পাচ: এরপর টার্গেটেড ব্যক্তির পক্ষে কেউ বক্তব্য রাখলে তাদের বিরুদ্ধে বিষোদগার করা।
ছয়: এর ফাঁকে ফাঁকে কেউ আইনের উর্ধ্বে নয় বা আইন নিজের গতিতে চলছে বলে মাঝেমাঝে বাণী দেয়া হয়।
জনাব ড. হাসান মাহমুদ, (তথ্যমন্ত্রী) আপনারা ড. ইউনূসের বিরুদ্ধে এগুলোই করছেন। অর্থ পাচারকারী, ব্যাংক আর শেয়ার বাজার লুটকারী, ভূমিদস্যূ বা মানুষকে গু/মকারীদের বিচারে আপনাদের আগ্রহ নেই আপনাদের আগ্রহ হচ্ছে ড. ইউনূসের একতরফা বিচারে।
আপনি রাজী থাকলে এনিয়ে মুক্ত বিতর্কে আপনাকে আমন্ত্রন জানচ্ছি। আপনার পছন্দমতো যে কোন জায়গায়, যে কোন মিডিয়ায়।