সম্প্রতি কৃষি মার্কেটে আগুন লাগার কারণে জীবনের শেষ সম্বলটুকুও হারিয়েছেন ব্যবসায়ীরা। অথচ একটি মহল ওখানে পাকা মার্কেট করার কথা বলেছেন।কিন্তু তারা একটুও ভাবছেন না যারা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা কিভাবে তাদের পরিবার নিয়ে বাঁচবেন। তারা তারা নিঃস্ব হয়ে গেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
কৃষি মার্কেটের ব্যবসায়িরা সব হারিয়ে নিরুপায়।আজ কি খাবেন,সামনের দিনগুলোতে কিভাবে টিকে থাকবেন,পোড়া দোকানের সামনে বসে কূল কিনারা করতে পারছেন না।এর মধ্যে ‘জনদরদিরা’ পাকা মার্কেট করার আওয়াজ নিয়ে সামনে আসছে।সময় লাগবে ৩-৪ বছর,কারা হবেন সেই মার্কেটের মালিক?এছাড়া এই ৩-৪ বছর কীভাবে বাঁচবেন ব্যবসায়িরা?
আগুন লাগার আগে থেকেই ‘জনদরদিরা’ পাকা মার্কেটের আওয়াজ তুলেছিল। আগুনের সঙ্গে এর কী কোনো সম্পর্ক আছে?