বিদ্যুতের দাম এবং অবিরাম বিদ্যু সরবরাহের ঘাটতি নিয়ে আলোচনা সবসময় লেগেই রয়েছে। শুধু সাধারন মানুষেরা নয় বিশিষ্ট জনেরা বিদ্যুতের বিষয়টি নিয়ে মাঝে মাঝেই কথা বলে থাকে। আর যে বিষয়টি নিয়ে তারা কথা বলেন সেটা হলো বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ, যেটা নিয়ে কারসাজিও কম হচ্ছে না। এবার এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সমালোচক লেখক, চিকিৎসক আব্দুন নূর তুষার। তার সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
লালশালুর মজিদ খালি কবরে শালু বিছিয়ে জনগণের কাছ থেকে টাকা তুলে শিন্নি দেয়। তেমনি লাল শালু বিদ্যুত কেন্দ্র বানিয়ে বিদ্যুত না কেনার ফলে উৎপাদন না করায় জনগণের পকেটের টাকা থেকে এক লক্ষ কোটি টাকার বেশি ক্যাপাসিটি শিন্নি দিয়েছে আর নিয়েছে।
কিছু লোক বলবে-এসব কারখানা শিল্পোৎপাদন বাড়িয়েছে।
যে বিদ্যুত তৈরী হয় নাই সেটা দিয়ে উৎপাদন বেড়েছে?
ফ্রিজ ভাড়া করে ভেতরে খাবার না রেখে ফ্রিজের ভাড়া দিয়ে খাদ্য সমস্যা দুর করার যুক্তি খুবই দুর্বল।
এর মধ্যে একজন ডিজিটাল আলেমের কারখানা আছে যিনি মোটিভেশনাল বক্তৃতায় সবাইকে টাকার পিছে ছুটতে না করেন।