Tuesday , January 7 2025
Breaking News
Home / Entertainment / ছেলে রেগে গিয়ে গায়েও হাত তুলেছে দুই-একবার, কিন্তু আপনি ভাবেন তাও আমার এক্সের চেয়ে ভালো: শবনম ফারিয়া

ছেলে রেগে গিয়ে গায়েও হাত তুলেছে দুই-একবার, কিন্তু আপনি ভাবেন তাও আমার এক্সের চেয়ে ভালো: শবনম ফারিয়া

বাংলা ছোট পর্দার বেশ আলোচিত একজন অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নানা বিষয় শেয়ার করতে দেখা যায় তাকে। আর এরই ধারাবাহিকরার মধ্যে দিয়ে সম্প্রতি এবার নিজের সোশ্যাল আইডিতে ভিন্ন একটি স্ট্যাটাস শেয়ার করেছেন এই অভিনেত্রী।

সেখানে উঠে আসে মেয়েদের নিয়ে কিছু কথা। চমৎকার বিশ্লেষণে তুলে ধরেন নিজেদের চিরাচরিত কিছু সত্য চরিত্র।

শুরুতেই ফারিয়া লিখেছেন, ‘আসলে আমরা মেয়েরা খুব বোকা! ব্রেইন না খাটিয়ে, হার্ট খাটাই! পেশাগত জীবনে আমরা যতটা শক্ত, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই নরম! বিশেষ করে তিনি শিল্পী হলে তো প্রশ্নই আসে না। বারবার লাল পতাকা দেখছেন, সবাই মানা করছে ওইদিকে যাস না, ওর রেকর্ড ভালো নয়। আপনি বললেন, ‘ধুর তোমরা বোঝো না, সে এমন নয়।’’

সম্পর্কে জড়িয়ে থাকা আবেগ সম্পর্কে অভিনেত্রীর মন্তব্য, “কেউ প্রমাণ সহ ফোন করে বলল, ‘আরে, এই ছেলেটি মা’দ’কা’স’ক্ত!’ আপনি বললেন, থাক, ওর সংসারে অনেক সমস্যা ছিল। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করব। আপনি জানেন, ছেলের মানসিক সমস্যা আছে, বাইপোলার মা/বোন অনুরোধ করল, বাদ দাও। আপনি বললেন, সবার সমস্যা থাকে, কেউ শতভাগ ভালো না। ওর তো একটাই সমস্যা, মেনে নেই।’

অভিনেত্রী বলেন, ছেলেটির এক্স-রা বলছে, সে আমার সঙ্গে এমন করেছে, দেখছেন আপনার সঙ্গেও একই ঘটনা ঘটছে, কিন্তু আপনি বললেন, ওইসব মেয়েদের সমস্যা আছে, সেজন্যই তারা এমন করেছে, আমার সঙ্গে কখনোই এমন করবেন না।। ছেলে রেগে গিয়ে আপনার সব ভাংচুর করে, গায়েও হাত তুলে ফেলছে ২/১ বার। কিন্তু আপনি মনে করেন, তিনি আমার প্রাক্তনের চেয়ে অনেক ভালো, রাগ কমে গেলে অন্তত ‘সরি’ বলেন, এই রাগটা একটু বেশি। আমি বরং চুপ থাকি তাহলেই তো হলো।’

শবনম ফারিয়া এক শ্রেণীর প্রেমিকার অভ্যাস সম্পর্কে বলেন, “ছেলে, তার মা বোন, এক্স সবাইকে খারাপ বলেছে, কতটা লোভী, সবাই কতটা খারাপ আর আপনি ভেবেছেন আহারে কত দুঃখী একটা মানুষ। অথচ যে নিজের মা-বোনকে সন্মান করে না, সে তোমায় কিভাবে সম্মান করবে তা ভেবে দেখেনি! মেয়েরা এমনই হয়, সুন্দর করে কথা বললে জীবন দিয়ে দেয়!, এখন দোষ দেবেন? দেন! আল্লাহ আমাদের এমনই বানিয়ে পাঠিয়েছে! প্রচুর ধাক্কা খাওয়ার ধৈর্য্য, প্রচুর চোখের পানি ফেলার ক্ষমতা, প্রচুর হরমোনাল ইমব্যালেন্স।‘

উল্লেখ্য, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় অভিনয় করেও ভক্তদের মাঝে বেশ সাড়া পেয়েছেন শবনম ফারিয়া। তবে এই মুহূর্তে অভিনয় থেকে অনেকতা দূরেই রয়েছেন তিনি। জানা গেছে, বর্তমানে পরিবার-স্বজনদের নিয়ে ভারতের কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

About Rasel Khalifa

Check Also

অভিনেতা প্রবীর মিত্র আর নেই

নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *