হাসপাতালে পড়ে থাকা ছেলের লা’/শ ছাড়িয়ে নিতে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় ও অলিতে গলিতে ঘুরছেন বয়স্ক বাবা-মা। হাসপাতালের একজন কর্মচারী ওই বৃদ্ধ বাবা-মাকে জানান, ছেলের পড়ে থাকা নিথর দেহ নিতে হলে তাদেরকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে। বাবা-মায়ের প্রিয় সন্তানের নিথর দেহ নিতে ঘুষের টাকা জোগাড় করতে ভিক্ষার পথ বেছে নিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুরে।
হাসপাতাল থেকে ছেলের ম”রদেহ আনতে ভিক্ষা করছেন অভিভাবকরা
বৃহস্পতিবার (৯ জুন) স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মহেশ ঠাকুর ও তার স্ত্রীর ভিক্ষা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’/রাল হয়েছে। মহেশ বলেন, কয়েকদিন আগে আমাদের ছেলে নিখোঁজ হয়। পরে একজনের ফোনে জানতে পারি তার লা/’শ সমষ্টিপুর সদর হাসপাতালে পড়ে আছে। হাসপাতালের এক কর্মী জানান, ৫০ হাজার টাকা না দিলে ছেলেটির নিথর দেহ ফেরত দেওয়া হবে না।
প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের অধিকাংশ স্বাস্থ্যকর্মীই চুক্তি ভিত্তিক কর্মী। তারা সময়মতো বেতন পান না। তাই বাড়তি আয়ের জন্য তারা রোগীর স্বজনদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করে। এমন ঘটনা আগেও ঘটেছে।
এ ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কঠো”র ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছে তারা।
এসকে চৌধুরী যিনি সমস্তপুর সদর হাসপাতালের একজন বিশিষ্ট চিকিৎসক, তিনি জানিয়েছেন, ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে কোনভাবে ছাড় দেয়া হবে না। এটা পুরোপুরি অমানবিকতা। তারা যা করছে, সেটা মানব সমাজের জন্য বড় ধরনের একটি কলঙ্কজনক বিষয়।