Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / ছেলের কথা শুনে চোখ ভিজে গেল মিশা সওদাগরের, জায়েদ খান বললেন আল্লাহ্‌ তার মঙ্গল করুন

ছেলের কথা শুনে চোখ ভিজে গেল মিশা সওদাগরের, জায়েদ খান বললেন আল্লাহ্‌ তার মঙ্গল করুন

ঢালিউডের নব্বইয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় ও কিংবদন্তি ‘খল’ অভিনেতা মিশা সওদাগর। প্রায় সাড়ে তিন দশক ধরে বড় পর্দায় নিয়মিত কাজ করলেও বিন্দু মাত্রও জনপ্রিয়তা কমেনি তার। এদিকে ব্যক্তিগত জীবনে ব্যক্তিজীবনেও দুই সন্তান নিয়ে তার সুখী পরিবার। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই অন্যদিকে অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তিনি।

মিশা সওদাগরের বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ আমেরিকায় পড়াশোনা করছেন। ছোট ছেলে ওয়াইজ করনী রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও লেভেল’ পরীক্ষা দেবে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট ছেলেকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ছেলে ওয়াইজ করনির সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মিশা। সেখানে দেখা যায়, ছেলেকে নিয়ে রিকশায় যাতায়াত করছেন তিনি। দুজনের মুখেই প্রশান্তির ছাপ স্পষ্ট।

ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, আমার বাচ্চা ওয়াইজ করণী ‘ও লেভেল’ দেবে স্কলাস্টিকা থেকে। আমাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে বস বাবা, পড়ে যাবে। রিকশা থেকে যাতে পড়ে না যাই সেদিকে খেয়াল রাখলাম। কিন্তু আমার চোখ ভিজে গেল, খুশির অশ্রু ঝরতে থাকল। বিধাতা মহান.

অভিনেতা জায়েদ খান তার পোস্টে লিখেছেন, ‘ আল্লাহ তা (ওয়াইজ করণী) মঙ্গল করুন।’

জায়েদের মন্তব্যের জবাবে মিশা লিখেছেন, ‘আমি দোয়া চাই।’

অভিনেত্রী ফারিয়া শাহরিন লিখেছেন, ‘ওকে (ওয়াইজ করণী) দেখতে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ।’

ফারিয়ার মন্তব্যের জবাবে মিশা লিখেছেন, ‘দোআ করবা ভাইয়া।’

উল্লেখ্য, ১৯৯০ সালে চেতনা ও অমরসঙ্গী সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় আগমন করেন তিনি। তবে পরবর্তীতে ‘খল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া পান তিনি।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *