দীর্ঘদিন ধরে সন্তানের সন্ধান না পেয়ে বাংলাদেশে এসেছেন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল নামের এক বাবা। বাংলাদেশি মাসসহ দুজনের বক্তব্য শুনে গ্যারিসন রবার্ট লুট্রেলকে সপ্তাহে দুই দিন শিশুর সঙ্গে সময় কাটানোর নির্দেশ দেন আদালত।
প্রতি শনি ও মঙ্গলবার ঢাকার উত্তরা ক্লাবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন বছরের ছেলের সঙ্গে সময় কাটাতে পারেন তিনি। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।
তবে অন্য এক মাস বয়সী শিশুর সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। এছাড়া এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এর আগে মার্কিন নাগরিকের বাবা গ্যারিসন রবার্ট লুট্রেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের জবানবন্দি শুনানি করেন আদালত। এ সময় তাদের আইনজীবী ছাড়া বাকিদের আদালত কক্ষের বাইরে রাখা হয়।
গ্যারিসনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সজিব মাহমুদ আলম। আর মা ফারহানা করিমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদালত সূত্রে জানা গেছে, মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে দীর্ঘদিন ধরে শিশুদের কোনো সন্ধান না পেয়ে শিশুদের ফিরিয়ে নিতে আদালতের দ্বারস্থ হন। পরে তাদের বাংলাদেশি মা ফারহানা করিমকে দুই সন্তানসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার দুই সন্তানকে নিয়ে আদালতে হাজির হন মা।
ব্যারিস্টার সজিব মাহমুদ জানান, ২০১৮ সালে তাদের বিয়ে হয়। এই বছরের জুন মাসে ফারহানা করিম বাংলাদেশে চলে আসেন এবং আগস্টে পুরান ঢাকা থেকে আমেরিকার একটি ঠিকানায় তালাকের নোটিশ পাঠানো হয়। এ নিয়ে চিন্তিত গত মাসে বাংলাদেশে এসেছিলেন গ্যারিসন রবার্ট লুট্রেল। তিনি এখানে এসে সন্তানদের হেফাজতে চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন। আর গ্যারিসন খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলিম হিসেবে বিয়ে করেছিলেন। আইন অনুযায়ী তাদের এখনো ডিভোর্স হয়নি বলে জানান তিনি।