Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / ছাড়ার জন্য বিয়ে করিনি, নুন দিয়ে হলেও ইলিয়াসের ভাত খাব, ডিভোর্স দেব না: সুবাহ

ছাড়ার জন্য বিয়ে করিনি, নুন দিয়ে হলেও ইলিয়াসের ভাত খাব, ডিভোর্স দেব না: সুবাহ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেন। তার গাওয়া ‘না বলা কথা’ শিরোনামের এই গানটি এখনও শোনা যায় ভক্তদের মুখে মুখে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত কিছু কারণে বেশ আলোচনায় রয়েছেন গুণী এই শিল্পী। জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করেছেন তিনি।

কিন্তু এক সপ্তাহ না যেতেই ভাঙনের মুখে সেই সংসার। এর কারণ হিসেবে তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে দায়ী করছেন সুবাহ। অন্যদিকে ইলিয়াস দায়ী করছেন সুবাহকে। ইলিয়াসের বক্তব্য সুবাহ অযাচিতভাবে অশান্তি তৈরি করছে।

আবার থানায় দুজনই সাধারণ ডায়েরি করেছেন যেখানে দুজনই গুরুতর অভিযোগ উল্লেখ করেছেন। সুবাহ ও ইলিয়াস দুজনই অভিযোগে লিখেছেন, তারা পরস্পরের নিকট শারীরিক নির্যাতন। মান সম্মানহানি, নিজেকে আঘাত করে নারী নির্যাতন মামলার ভয় ও জীবনের নিরাপত্ত্বাহীনতার বিষয়টি উল্লেখ করেছেন ইলিয়াস। রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন গায়ক। ইলিয়াসের করা জিডি নাম্বার ১৬২২।

আবার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুবাহ। জিডি নাম্বার ২৫১৬।

সাধারণ ডায়েরি করলেও সুবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চান না। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে আমি আমি সাধারণ ডায়েরি করেছি।

ইলিয়াসের সঙ্গেই সংসার করতে চান জানিয়ে সুবাহ বলেন, ‘আমি তো ছাড়ার জন্য বিয়ে করিনি। আমি বিয়ে করেছি সংসার করার জন্য। আমি একটাই বিয়ে করেছি। বিয়ে করা আমার পেশা না। আমি ওকে ছাড়ব না। আমি ইলিয়াসের ভাতই খাবো। নুন মরিচ দিয়ে ভাত খাওয়ালেও ইলিয়াসের ঘর করবো। আমার দিক থেকে ডিভোর্স দিব না।’

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ইলিয়াস বলেন, ‘আমি বিচ্ছেদের দিকেই যাচ্ছি। এতে কোনো সন্দেহ নেই। আসলে ফেরার পথ থাকে, কিন্তু সেই পথ সে রাখেনি। লাইভে এসে কি বলছে আপনারা জানেন, এক থার্ড পারসনের লাইভে গিয়ে উলটাপালটা কথা কথা বলে। আসলে যে পরিস্থিতি হয়ে গেছে আপনি আমার জায়গায় থাকলে কী করতেন?’

করিনের সঙ্গেই সংসার করবেন কি না এমন প্রশ্নের জবাবে ইলিয়াস বলেন, ‘এখন এসব প্রশ্নের উত্তর দিতে পারছি না। কিছু গণমাধ্যম ভুলভাল লিখেছে। আমি তার সঙ্গে সংসার করবো এমন কথা কোথাও বলিনি। সময় বলে দেবে আমি কী করবো। আমার মা হাসপাতালে আমি মায়ের কাছে এসেছি। পরে কথা বলবো।’

মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে ইলিয়াসের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই। কিন্তু সেটা নিশ্চিত না করে ইলিয়াস বলেছিলেন, ‘আমরা ভালো বন্ধু।’ কিন্তু এই বন্ধুত্বের নমুনা গণমাধ্যমকর্মীদের চোখ এড়ায়নি।

অবশেষে হুমায়রা সুবাহ গত বৃহস্পতিবার নিজেদের গায়েহলুদের ছবি প্রকাশ করেন। এ বিষয়ে কালের কণ্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সুবাহ গায়েহলুদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের গায়েহলুদ হয়েছে।’ কবে হয়েছে জানাননি। বিয়ে কবে হয়েছে—এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। তবে পরবর্তীতে নিশ্চিত করেন ১ ডিসেম্বর তারা বিয়ে করেছেন।

‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা পান ইলিয়াস।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘বসন্ত বিকেল’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন সুবাহ। তবে সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এছাড়াও একে একে আরও ছয়টি সিনেমায় কাজ করেছেন তিনি, দুর্ভাগ্যবসত সেগুলোও এখনও মুক্তি পায়নি। এদিকে এই মুহুর্তে ব্যক্তগত নানা বিষয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন গুণী এই অভিনেত্রী।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *