গাজীপুর জেলার কাশিমপুর উপজেলায় ১৩ বছর বয়সী এক ছাত্রীকে খারাপ কাজ করা হয়। এই সময়ে কৌশল নিয়ে ওই ছাত্রীর সাথে খারাপ কাজের ভিডিও ধারণ করা হয। এরপর ছাত্রীকে ভিডিও ছেড়ে দেয়ার ভ’য় দেখিয়ে এক বছর ধরে ওই ছাত্রীর সাথে খারাপ কাজ করে আসছিল মাদরাসার ২৮ বছর বয়সী অধ্যক্ষ মোহাম্মদ হাদিউজ্জামান। এই ঘটনার পর অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ হাদিউজ্জামান কে গ্রে’ফতার করে কাশিমপুর থা’/না পু’/লি’শ।
অভিযুক্ত ঐ অধ্যক্ষ যশোরের কেশবপুর থা’/নার মির্জাপুর সরদারপাড়া গ্রামের মৃত জাবেদ আলী সরদারের ছেলে। এলাকাবাসী ও পু’/লি’শ সূত্রে জানা যায়, কাশিমপুর থা’/নাধীন একটি হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওই ছাত্রীর সাথে খারাপ কাজের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভ’য় দেখিয়ে দীর্ঘদিন যাবত তার সাথে খারাপ কাজ চালিয়ে যায়। ইতোপূর্বে হাদিউজ্জামান আরও দুটি বিয়ে করেছেন।
এ ব্যাপারে কাশিমপুর থা’/নার অফিসার ইনচার্জ মাহাবুবে খোদা জানান, ঐ ছাত্রীর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে খারাপ কাজ সংশ্লিষ্ট আইনে মামলা দা’য়ের করা হয়েছে।
তিনি এ বিষয়ে আরো জানিয়েছেন, মামলা দায়ের হওয়ার কয়েক ঘন্টা পরেই দীপঙ্কর রায় যিনি কাশিপুর থা’/নায় এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁর নেতৃত্বে অভিযান পরিচালনার পর তাকে গ্রেফতার করে পু’/লি’শ। গ্রেফতারের সময় অভিযুক্তের কাছ থেকে ওই ছাত্রীর সাথে খারাপ কাজের ভিডিও এবং সেইসাথে বেশকিছু ছবিসহ একটি স্মার্টফোন জব্দ করে পু’/লিশ।