Friday , January 10 2025
Breaking News
Home / opinion / ছাত্রলীগের মাজায় তো সেই জোর নাই যে তাদের দিকে আঙুল তুলবেন, আপনার চাইতে বড় মুর্খ দুনিয়াতে জন্মায় নাই : পিনাকী

ছাত্রলীগের মাজায় তো সেই জোর নাই যে তাদের দিকে আঙুল তুলবেন, আপনার চাইতে বড় মুর্খ দুনিয়াতে জন্মায় নাই : পিনাকী

ক্ষমতাসীন আওয়ামীলী লীগ সরকারের অধীনে দেশের আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করার অভিযোগ উঠছে। এমনকি দলীয় নেতাকর্মীদের তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ অনেকের। আর এরই আলোকে এবার নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য।

পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

বাংলাদেশের নারীদের সবচেয়ে বড় শত্রু ছাত্রলীগ যুবলীগের মস্তানেরা, আলেমেরা নন। আলেমেরা নারীদের শালীন পোষাকের আর আচরণের হেদায়েত করেন। উনারা যে শুধু নারীদেরকেই হেদায়েত করেন তা তো না উনারা তো পুরুষদেরকেও শালীন পোষাকের আর আচরণের জন্য হেদায়েত করেন। এই হেদায়েত আপনার পছন্দ না হতে পারে। আমাদেরও যখন নতুন নতুন গজাইছিলো তখন বাবা মায়ের উপদেশও অপছন্দ হইতো। বাবা মা তো আমাগো শত্রু না।

উনাদের হেদায়েত পছন্দ না, তাই বলে আলেম আর সাধারণ ইসলাম পছন্দ মানুষদের হুদাই শত্রু বানান কেন? মাজায় তো সেই জোর নাই যে ছাত্রলীগ আর যুবলীগের’ ”ধ”’র্ষ”’ক’দে”’র দিকে আঙুল তুলবেন। বাংলাদেশের প্রগতির শত্রু আপনি ভাইজান, যে নিজেরে পোগতিশিল বলেন। আপনার চাইতে বড় পোগতান্ধ, বেয়াকুফ, মুর্খ দুনিয়াতে জন্মায় নাই।

এদিকে কুরআন-হাদিসের কথা বলে দেশের আলেমদের উপরে অথ্যাচার চালানোয় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। একই সঙ্গে এ সরকারের পতনেরও দাবি জানান তারা।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *