গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মঞ্চ ভেঙে পড়ে যান আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এরপরই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
ডিএমকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন সাতজন। লিলি এখনও চিকিৎসাধীন। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে। এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শায়ান, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের একাধিক সাবেক কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
ভেঙে পড়ার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা নেতাদের তুলতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে চাইলে বাধা দেওয়া হয়। সেখানে হট্টগোল শুরু হলে ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা পুলিশের নিরাপত্তায় উঠে দাঁড়ান।
তবে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তেই সাড়া ফেলে নেটিজেনদের মাঝে। তবে এ ঘটনায় নেতাকর্মীদের সমালোচনা করেছন ওবায়দুল কাদের।