সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সঞ্চালকের মধ্যকার বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে সঞ্চালক রাকিবকে তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন করেন, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, সঞ্চালক প্রশ্ন করেন, আপনার ছাত্রত্ব আছে কি না? জবাবে ছাত্রদল সভাপতি বলেন, না, আমার ছাত্রত্ব নেই। এরপর সঞ্চালক আরও জানতে চান তাহলে আপনি কীভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে? এরপরই সভাপতি রাকিব বলেন, এ প্রশ্ন বা কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো।
সঞ্চালক এর পরিপ্রেক্ষিতে বলেন, “এই প্রশ্ন করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই।” এ পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা তীব্র হয়ে ওঠে।
এ ঘটনার পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। সোমবার (৩০ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “রেকর্ডিং অনুষ্ঠানের অফ-রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে। ক্লিকবেজ এবং হেনস্থার সাংবাদিকতা বন্ধ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ সঞ্চালকের প্রশ্নকে যুক্তিযুক্ত বলছেন, আবার কেউ ঘটনাটিকে উদ্দেশ্যমূলক বলে সমালোচনা করছেন।