টাঙ্গাইলের এক ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলা ছাত্র সংগঠনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ওই নেতা টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের সদস্য সচিব তার নাম আব্দুর রাজ্জাক।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ২৭ বছর বয়সী এই নেতা। আব্দুর রাজ্জাক সদর উপজেলার লিহিমপুর ইউনিয়নের বারুহা গ্রামের বাসিন্দা।
ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে আব্দুর রাজ্জাক বলেন, তারা একটি চক্র। প্রথমে আমার সাথে বন্ধুত্ব, তারপর পোশাক খুলে ভিডিও কলে আমার সাথে কথা বলে। পরে সেগুলো স্ক্রিন রেকর্ড করে আমার কাছে টাকা চেয়েছে ওই মেয়ে। এটাও বলেছে, টাকা না দিলে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমি টাকা না দওয়ায় এখন সেই ভিডিও ভাইরাল করছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন বলেন, ভিডিওটি দেখেছি। রাজ্জাক যা করেছে তা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু প্রায় প্রতিদিনই সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনের কারণে কেন্দ্রের সবার সঙ্গে কথা বলতে পারিনি। তবে খুব শিগগিরই বাংলাদেশ ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সঙ্গে কথা বলে তারা যে সিদ্ধান্ত দিবেন। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।