Thursday , December 26 2024
Breaking News
Home / opinion / ছবির ভদ্রলোক আর এই মুহূর্তে ইহধামে নেই আ.লীগের লোকজনের বেদম প্রহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন:রনি

ছবির ভদ্রলোক আর এই মুহূর্তে ইহধামে নেই আ.লীগের লোকজনের বেদম প্রহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন:রনি

সম্প্রতি না ফেরার দেশে পারি জমিয়েছেন বিএনপির অন্যতম জনপ্রিয় একজন নেতা ও সাবেক এমপি শাহজাহান খান। তার রয়েছে বর্ণাঢ্য একটি রাজনৈতিক জীবন। কাজ করেছেন অনেক। তার এই প্রয়ানে বেশ ব্যথিত হয়েছেন বিএনপির আরেক নেতা গোলাম মাওলা রনি। তিনি এ নিয়ে দিয়েছেন একটি স্ট্যাটাস। পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-

ছবির ভদ্রলোক আর এই মুহূর্তে ইহধামে নেই । ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আজ ইতি ঘটলো অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর ভাবে ! ৭০ বছরের বৃদ্ধ শরীর নিয়ে বরিশাল যাচ্ছিলেন বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে । পথে আওয়ামী লীগের লোকজন বেদম প্রহার করে তাঁকে হাসপাতালে পাঠালো ! জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন !

এতক্ষণ যার কথা বললাম তিনি শাহজাহান খান ! পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য ! জেলা বিএনপির সাবেক সম্পাদক এবং পুরো দক্ষিণ বঙ্গের কর্মী বান্ধব নেতা হিসাবে সর্বজন স্বীকৃত এবং শ্রদ্ধেয় ! ছিলেন সফল ব্যবসায়ী এবং জেলার শীর্ষ ধনী ব্যক্তি এবং সারাটি জীবন তিনি নিজের সব কিছু দিয়ে দলের সেবা করে গিয়েছেন !

জনাব শাহজাহান খান সম্পর্কে আমার মামা শ্বশুর ! ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী আবার ২০১৮ সালে তাঁকে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেয়া হয়েছিলো ! মনোনয়ন পাওয়ার পর আমার বাসায় তিনি এলেন এবং আমার হাত দুইখানি ধরে খুব করে কাঁদলেন । আমি এবং আমার স্ত্রীও কাঁদলাম…

অসুস্থ এবং মরণাপন্ন মামাকে পটুয়াখালী থেকে ঢাকা আনা হল । আমি হাসপাতালে গেলাম। তিনি আমার হাতদুইখানি চেপে ধরলেন… এবার আর কাঁদলেন না… কি যেন বলতে চাইলেন । কিন্তু পারলেন না … আজ মহান আল্লাহর ডাকে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন এবং না বলা কথা গুলো বিএনপির কোটি কোটি নেতা কর্মীর জন্য রেখে গেলেন …

মহান আল্লাহর নিকট মামার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি । মামার পক্ষ হয়ে সবার নিকট ক্ষমা চাচ্ছি এবং তাঁর জন্য সবার দোয়া প্রার্থনা করছি । আল্লাহ হাফেয !

প্রসঙ্গত,এ দিকে শাহজান খানের এমন প্রয়ানে হতাশ হয়েছেন বিএনপির সকলেই। সমাবেশে জোয়ার পথে তার সাথে এমনটা ঘটতে পারে এটা ভাবতে পারেনি কেউ। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *