আবারো আলোচনায় জাতীয় পার্টির জিএম কাদের। এবার জানা গেছে গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
আজ বুধবার (৩০ নভেম্বর) বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) জিএম কাদের কর্মকাণ্ডে নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করেন হাইকোর্ট।
প্রসঙ্গত, জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা জালিয়াতির মাধ্যমে নিজেকে চেয়ারম্যান ঘোষণার অভিযোগে গত ৪ অক্টোবর জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেন।
এরপর গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জিএম কাদেরের সব কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।
এ দিকে এর আগে সব দ্বন্দ্ব ভুলে রওশন এরশাদ দেশে ফেরার পর তার সাথে বেশ হাসি খুশি ছিলেন জিএম কাদের। সে সময়ে হয়তো সবাই ভেবেছিলো তাদের মদ্ধকার দ্বন্দ্ব দূর হয়ে গেছে। কিন্তু হাইকোর্টের এই রায়ের পর আবারো বোঝা গেলো তাদের দুজনের সরাসরি অবস্থান।