মনোনয়ন বিক্রির প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অভিনেতা শাকিল খান। সোমবার নীরবেই জমা দেন তিনি।
এই নায়ক বলেন, ‘আসন্ন দ্বাদশ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল ও মংলা) আসনে মনোনয়ন কিনেছি। এখন মনোনয়ন কিনেছি এটা বড় বা গুরুত্বপূর্ণ নয়। আমি দীর্ঘদিন ধরে মংলা, রামপাল এলাকায় কাজ করছি। আমার এই এলাকার মানুষের সঙ্গে আমার অভিনয়ের বাইরে রাজনৈতিক পরিচয় দীর্ঘদিনের। তাদের পাশে থাকতে চাই।’
শাকিল খান বলেন, অভিনয় থেকে দূরে থাকলেও এলাকার মানুষের থেকে কখনোই দূরে থাকেননি। তিনি সব সময় এলাকার মানুষের পাশে থেকেছেন
শাকিল বলেন, “আমি ১৯ বছর ধরে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি, এখন একটাই প্রত্যাশা, একজন ভালো মানুষের মাধ্যমে একজন নেতৃত্ব দেবেন এবং যার নেতৃত্বে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে কাজ করতে পারবেন, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।’
শাকিল আরও জানান, গ্রামের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। আমি তাদের এগিয়ে নিয়ে যেতে চাই. তাদের ভালোবাসায় নীরবে মনোনয়ন জমা দিয়েছি। কারণ, মনোনয়ন জমা দেওয়ার জন্য এই জায়গায় অতিরিক্ত লোক এনে আমি শৃঙ্খলা নষ্ট করতে চাইনি।
কারণ অনেকেই আসছেন, সবাইকে সুযোগ দেওয়া দরকার। সে কারণে আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলে কয়েকজনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছি। চুপিচুপি এসে কাজগুলো করলে সবার জন্য সহজ হয়। এ জন্য আমি কিন্তু আলাদা করেও মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোনো প্রচার করিনি। তবে আমি আগের মতোই আমার আমাদের নির্বাচনীয় এলাকায় সরব রয়েছি।
শাকিল খান ঝোঁকের বশেই চলচ্চিত্রে আসেন। ১৯৯৪ সালে, তিনি তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘আমার ঘর আমার বেহেশত’-এ অভিনয় করেন। তিন বছর পর মুক্তি পায় সেই ছবি। এরপর যেন এলেন, দেখলেন, জয় করলেন।
অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই নায়ক। ব্যস্ততার কারণে যখন নিজেকে সময় দেওয়ার মতো সময় পান না, শুটিংয়ের জন্য তাকে ছুটতে হয় দেশ-বিদেশের বিভিন্ন স্থানে, এমন সময়ে হঠাৎ করেই চলচ্চিত্রে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এরপর তিনি আর চলচ্চিত্রে নিয়মিত হননি।