মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ৭ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অ’প’হর’ণের পর নৃ’শং’স’ভা’বে’ ”হ”ত্যা’র ঘটনায় দায়ের করা ‘মা’ম’লার অন্যতম প্রধান আসামি আবির আলীর বাবা-মাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এমনকি এ ঘটনায় ছাড় পাননি অপ্রাপ্তবয়স্ক আবির আলীর বোনও।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অলি উল্লাহ এ আদেশ দেন। এর আগে তাদের গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
অন্যদিকে আবির আলীর বোনকেও গ্রেফতার করেছে পিবিআই। নাবালক হওয়ায় তাকে শিশু আদালতে পেশ করা হয়েছে।
গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলা নয়াহাট বিদ্যুৎ অফিস এলাকায় বাসা থেকে পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হন আয়াত। ওই দিন তাকে না পেয়ে এ ঘটনায় তার বাবা সোহেল রানা ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন।
পিবিআইয়ের পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, শিশু আয়াত নিখোঁজ হওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আবির আলী নামে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানায়, মুক্তিপণ দাবিতে শিশু আয়াতকে অ’প’হর’ণ’ করেছে সে। কিন্তু শিশু আয়াতের চিৎকারে আবির তাকে ”শ্বা’স’রো’ধ করে ”হ”ত্যা’ করে। পরে ৬ ‘টুক’রো করে সা’গ’রে ফেলে দেয় সে।
এদিকে শিশু আলিনা ইসলাম আয়াতের মৃত্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে গোটা পরিবার-স্বজনদের মাঝে। তার এই অকাল মৃত্যু যেন কোনো ভাবেই নেমে নিতে পারছে কেউ। এখন শুধ সুষ্ঠু বিচারের অপেক্ষায় সকলেই।