বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যিনি এই মুহূর্তের ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে গুণী এই অভিনেত্রী নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নাকের সমস্যায় ভুগছিলেন তিনি। আর এরই আলোকে এবার দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন শবনম ফারিয়া।
সোমবার (২৮ নভেম্বর) বা মঙ্গলবার তার নাকের অপারেশন হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, শবনম ফারিয়ার অনেক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। দেশে-বিদেশে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন। প্রথমে তিনি ভেবেছিলেন তার হৃদযন্ত্রের সমস্যা হয়েছে। পরে জানা যায় তার হৃদযন্ত্রের কোনো সমস্যা নেই।
কিন্তু নাকে জটিলতা আছে! নাকের হাড় ক্রমশ বেঁকে যাচ্ছে। এ কারণে তিনি শ্বাসকষ্টে ভুগছেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী শবনম ফারিয়া সাংবাদিকদের বলেন, এক বছর ধরে শ্বাসকষ্টে ভুগছিলাম। তাই অনেক কার্ডিয়াক বিশেষজ্ঞকে দেখেছি। কিন্তু দিল্লিতে এসে জানতে পারলাম আমার কার্ডিয়াতে কোনো সমস্যা নেই। আমার নাকের সমস্যা আছে।”
তিনি আরও বলেন, “আমার নাকের একটা হাড় ক্রমশ বেঁকে যাচ্ছে। ডাক্তার বলেছেন এটা কেটে দিলে সমস্যা মিটে যাবে।
সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আমি জানি এই হাসপাতালটি দিল্লির অন্যতম সেরা হাসপাতাল। কিন্তু আমি সত্যিই হাসপাতাল সম্পর্কে নার্ভাস. সবার কাছে দোয়া চাই। আমি যেন ভয়কে জয় করতে পারি। অপারেশন যেন ভালো ভাবে শেষ হয়।”
ছোট পর্দার পাশাপাশি বাংলা বড় পর্দায় অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছন শবনম ফারিয়া। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রাখেন তিনি।