ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে স্যুটকেস নিয়ে হাজির হয়েছেন বোরকা পরা এক নারী। তিনি মাহিন্দ্রায় চড়ে বাসস্ট্যান্ডে আসেন এবং চার-পাঁচজনের সহায়তায় গাড়ি থেকে স্যুটকেসটি নামিয়ে দেন। এরপর তিনি ঢাকায় একটি বাসে উঠে সেখান থেকে চলে যান।
বাসস্ট্যান্ডে পড়ে থাকা স্যুটকেসটি খুলতেই উপস্থিত সবাই অবাক। ভেতরে একটা লাশ ছিল। শনিবার (২৭ জানুয়ারি) সকালে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স 45 বছর হবে বলে আশা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজবাড়ী সড়ক মোড়ের দিক থেকে বোরকা পরা এক নারী আসে। তিনি ১০-১২ জনের সহায়তায় মাহিন্দ্রা থেকে স্যুটকেসটি নামিয়ে নেন। পরে বাস কাউন্টারের সামনে রেখে ঢাকাগামী বাসে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্যুটকেস খুলে লাশ উদ্ধার করে।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই মোহাম্মদ শামীম জানান, লাশের পরিচয় এখনো জানা যায়নি। তবে আমরা ময়নাতদন্ত ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।