Wednesday , January 8 2025
Breaking News
Home / Countrywide / চাচা শ্বশুরের খারাপ প্রস্তারের কথাগুলো আমার স্বামীকে বললে, ভাড়া করা মাস্তান দিয়ে তাকে শেষ করে দেবে: ভুক্তোভুগী নারী

চাচা শ্বশুরের খারাপ প্রস্তারের কথাগুলো আমার স্বামীকে বললে, ভাড়া করা মাস্তান দিয়ে তাকে শেষ করে দেবে: ভুক্তোভুগী নারী

সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে এক গৃহবধূকে প্রেমের প্রস্তাবসহ নানা অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে সৌদিপ্রবাসী চাচা শ্বশুরের বিরুদ্ধে। শুক্রবার (২৮ অক্টোবর) জয়পুরহাটের কালাই থানায় এমনই অভিযোগ করেন ওই গৃহবধূ। আর এ অভিযোগের আলোকে বিষয়টি খুঁটিয়ে দেখে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

অভিযুক্ত চাচা শ্বশুর লুৎফর রহমান কালাই উপজেলার মাদিরাই ইউনিয়নের হিমাইল গ্রামের মোস্তফা ফকিরের ছেলে।

অভিযোগের সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে পরিবারের সঙ্গে কথা বলার জন্য লুৎফর রহমান তার ভাগ্নের স্ত্রীর মেসেঞ্জারে নিয়মিত ফোন করতেন। এরই ধারাবাহিকতায় ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিতে থাকে। ওই নারী প্রথমে তার স্বামী ও লুৎফর রহমানের বাবা মোস্তফা ফকির, মা লুৎফান নেছা ও ভাই নয়ন ফকিরকে বিষয়টি জানালেও উল্টো তাকে দোষারোপ ও হুমকি দেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‌‘তার প্রস্তারের কথাগুলো আমার স্বামীকে যদি বলি, তাহলে ভাড়া করা মাস্তান দিয়ে তাকে ”হ”ত্যা’ করা হবে বলে হু’ম’কি পর্যন্ত দিয়েছে। এ জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি।’

এসব অভিযোগের বিষয়ে লুৎফর রহমানের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে তার মা লুৎফন নেছা ফোনে ছেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমরা ছেলেকে শায়েস্তা করেছি। এ ছাড়া দুই পরিবারের সদস্যরা বসে বিষয়টি নিয়ে একমত হন।

এ ব্যাপারে কালাই থানার ওসি এস এম মঈন উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ এসেছে। সেই আলোকে বিষয়টি খুতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About Rasel Khalifa

Check Also

কৃষকদের আন্দোলনের মুখে রপ্তানি বাড়াতে পেঁয়াজের দাম কমাল ভারত

ভারতের সরকার কৃষকদের আন্দোলনের মুখে পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য ১০০ মার্কিন ডলার কমিয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *