বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আ.লীগ, আর এই আ.লীগের নানা রাজনৈতিক কর্মকান্ড নিয়ে সমালোচনা করে থাকেন সমালোচক পিনাকী ভট্টাচার্য। আ.লীগ ফের ক্ষমতায় আসার পর তিনি ভারতীয় সকল পন্য বয়কটের আহবান জানান। অবশ্য এর পেছনে কারন যেটা মনে করা হয় সেটা হলো আ.লীগকে ক্ষমতায় আনার বড় সমর্থন যুগিয়েছে ভারত।
পন্যের পর এবার বিশ্বকবি রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছেন। তিনি এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট হুবুহু তুলে ধরা হয়েছে-
কোলকাতার দাদাবাবুরা জানেনা রবীন্দ্রনাথ বাংলাদেশে আর সেলিব্রেটেড না। বাংলাদেশের মানুষ জমিদার নন্দনের সুর চুরি করে লেখা ঝাতীয় সঙ্গীত বাদ দিতে পারলে খুশীই হবে। ওরা মনে করে রবীন্দ্রনাথ নাম শুনলে আমরা কাইৎ হয়া পড়্যা যাই।
চাইলে আমরা এখুনি মায়ের ভোগে পাঠিয়ে দিতে পারি জাতীয় সঙ্গীত। দেশটাই আমাদের নাই ঝাতীয় সঙ্গীত দিয়া ঝাতি কোন বা* ডা ফেলাইবে?