গতকাল সোমবার (২২ আগস্ট) বিকালে সাড়ে ৪ টার পর বাসা থেকে বের হন নন্দলাল সাহা (৪৪) নামে এক ব্যক্তি। এরপর রাত অনেক হলেও তাকে বাসায় দেখতে না পেয়ে রীতিমতো তার সন্ধানে নেমে পড়েন স্বজনরা। কিন্তু কোথায় তাকে না পেয়ে পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানিয়ে মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন নন্দলাল সাহার ছোট ভাই মোহিত লাল সাহা।
‘আমি যদি কোনো দুর্ঘটনার শিকার হই তাহলে আমার ব্যবসার টাকাগুলো আমার মেয়ে প্রাপ্য হবেন।’ ব্যবসায়িক পার্টনারের হোয়াটসঅ্যাপে এই মেসেজ পাঠিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন তিনি।
সোমবার (২২ আগস্ট) বিকেলে মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
এদিকে জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টায় নন্দলাল সাহা মোহাম্মদপুরের নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। যাওয়ার আগে, তিনি তার ব্যবসায়িক অংশীদারকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। তাতে লেখা ছিল, ‘আমি যদি কোনো দুর্ঘটনার শিকার হই তাহলে আমার ব্যবসার টাকাগুলো আমার মেয়ে নিবমিতা সাহা প্রাপ্য হবেন।’
এদিকে থানায় জিডি হওয়ার পরপরই নিখোঁজ নন্দলালের সন্ধান পেতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পলিশ। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গতকাল বাসা বের হওয়ার সময় তার পরনে ছিল টি-শার্ট ও জিন্স প্যান্ট।